দরদর করে ঘাম আসছে -
জ্যৈষ্ঠের শেষ পড়ন্ত বিকেল তবুও শরীরে ঘামের গন্ধ
বিষণ্ণ মেঘ ঘুরে বেড়ায় নিরাসক্ত মনে
বর্ষার প্রতিক্ষায় প্রহর গুনছে সব্বাই।


প্রকৃতির বিষণ্ণতায় মানুষও হতাশ
জীবন থেকে হারিয়ে যাচ্ছে বিচিত্র রঙ
নিকষ কালো অন্ধকারে ডুবে আছে ভবিষ্যৎ
অনাগত সুখ লিখে রাখি হৃদয়ের মণিকোঠায়।


বৃষ্টি হীনতায় ভুগছে সবুজ বাংলা
গোধূলির সুখ কিনে রাখি অল্প দামে
জীবনের গল্পগুলো থমকে গেছে দুঃসময়ের কাছে
তবুও প্রকৃতির বুকে মাথা ঠেকিয়ে প্রণাম করি সব্বাই।


শরীর থেকে রক্ত ঝরছে -
পাখিরা উড়ছে জ্বলন্ত আগুনের মাঝ দিয়ে
অবশ হয়ে আসছে শরীরের প্রতিটি শাখা প্রশাখা
কবে নামবে বৃষ্টি, প্রকৃতি ও মানুষ কবে উৎসবে মেতে উঠবে আবার!


           ******


১৫ জুন ২০২৩