ঈশ্বর মুখ ফিরিয়ে বসে -
মানুষ মন্দির মসজিদ গির্জায় মাথা ঠুকে যায়
অনিশ্চিত ভবিষ্যৎ আঁধারে ঢাকা
ঘন কুয়াশার মত বিপথগামী জীবন।


আকাশ থেকে খসে পড়ছে তারা -
মিটিমিটি জ্বলে রাত জোনাকির আলো
ছন্দ খুঁজে পেতে মরিয়া ছন্নছাড়া মানুষ
মাটির বুক থেকে বেরিয়ে আসতে চাইছে অলীক সভ্যতা।


ঈগল পাখির ঠোঁটে হেমন্তের রোদ্দুর
পুকুরের জলে খেলা করে বালিহাঁস
গোলক ধাঁধায় আটকে গেছে সুখের বাল্যকাল
আর কখনও কী ফিরে আসবে অতীত বসন্ত!


ঋণ শোধ করতে হবে তোমার আমার সব্বার
ছাড় পাবে না কেউই ...
গোলক ধাঁধার দরজা দেখাবে কী ঈশ্বর
নতজানু হয়ে প্রতিক্ষা করে মানুষ আজীবন।


          ********


৬ ডিসেম্বর ২০২২