ভাষণ দিয়ে চলে যায় নেতা মন্ত্রী -
স্বপ্নের হাতছানি মনে হয় ওদের বক্তৃতায়
মেরুদণ্ড নুয়ে গেছে তবুও স্বপ্ন দেখা ছাড়ে নি সাধারণ মানুষ।


মিছিল মিটিং নিয়ে আছে বাঙালি
দুমুঠো প্রতিশ্রুতি পেলেই খুশি
অভাব দূর হয় না, তবুও রামধনু রঙ হৃদয় জুড়ে খেলা করে।


জীবন থেকে হারিয়ে যাচ্ছে বাল্যকাল
দারিদ্র্য ছিল ঠিকই, কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি ছিল না
সব্বাই মিলে মিশে আহ্লাদে বসবাস করতাম।


এখন ঘুম আসে না -
সারা রাত জেগে জেগে ভোর হয়ে যায়
মেহনতি মানুষ অল্পেতেই খুশি, তবুও আজও অধরা সেই খুশি।


সভ্য মানুষ বড্ড কথার খেলাপ করে
অদ্ভুত অভিমানে চোখে জল এসে যায়
দিগন্তের শেষ রোদ্দুরটুকু শুষে নিচ্ছে গরীবের রক্ত।


            *******


৯ জুন ২০২৩