কবিতা  -  গর্ভবতী
*******************


লোকালয়ে এলো ক্ষুধার্ত হস্তিনী
করলে তোমরা মজা
বিবেক কোথায় নিষ্ঠুর মানুষ
তোমরাই জাতির ধ্বজা!


বিশ্বাস করে খেয়েই নিলো
তোমাদের দেওয়া ফল
রাখলে বাজি ফলের ভিতর
করলে একি ছল?


গর্ভে ছিল অনাগত শিশু
দেখল না প্রকৃতির আলো
তবুও তোমরা বিষই দিলে
সভ্য 'অ-মানুষ' ভালো?


আর কতটা নামবে নীচে
মানুষ জনম লয়ে
'অ-সভ্য' মানুষের বীভৎস রূপ
জীবনটাও যাবে ক্ষয়ে!


নিরীহ প্রাণীর প্রাণটা নিয়ে
কী পেলে তোমরা সুখ
দেশকে দিলে বড় লজ্জা  
ছি ছি! পোড়ালে শুধুই মুখ!


            ********


রচনাকাল - ০৪|০৬|২০২০



*********************
       কবিতা  -  অশনি সংকেত
*********************


গরীব মানুষ মরবে এবার
পাবে না তারা খেতে
আয়ের পথ হয়েছে বন্ধ
ঘুম আসেনা রাতে।


ভাঙা ঘরে পড়ছে জল
এখনও আসেনি বর্ষা
দয়াল প্রভু হৃদয়ে থেকো
তুমিই মোদের ভরসা।


পিচ্ছিল জীবন ফিকে রোদ্দুর
আকাশও হয়েছে অন্ধ
বৃষ্টি নামছে যখন তখন
খুশির দুয়ারও বন্ধ।


যন্ত্রণা করে বুকের পাঁজর
কাউকে পারিনা বলতে
ভরা পরিবার শরীরটা গেলে
আমিই ওদের সলতে।


দুঃসহ জীবন অশনি সংকেত
সামনে মরণ ভয়
বাঁচতে হবে বাঁচাতে হবে
নইলে জীবন ক্ষয়।


        ********


রচনাকাল  -  ২৮|০৫|২০২০