শরীরে নিয়েছি গোপন ছদ্মবেশ -
পাখির শরীর যেমন পালকে ঢাকা তেমনি
নিজেকে ঢেকেছি কুৎসিত ছদ্মবেশে!


ভালোবাসার অস্তিত্ব মুছে যাচ্ছে পৃথিবী থেকে
সর্বস্বান্ত হচ্ছে কেবলই একদল ভালো মানুষ
চোখে আঙুল দিয়ে সমাজ বলছে তোমরা বাতিল!


অসহায় শ্রাবণ বৃষ্টির মতো ভেঙে ভেঙে পড়ছে
গরীব নিদ্রাহীন শুয়ে আছে জলের উপর ...
গরীব ভালো মানুষদের দেখতে পায় না ঈশ্বর!


চরম লাঞ্ছনা অবহেলা গ্রাস করে গরীবদের
জলের টুং টাং পিয়ানোর মিষ্টি শব্দের মতো লাগে
কিন্তু ক্রমশ ভেসে যায় জলের স্রোতে সবকিছু!


গেঁয়ো নদী গুলো ক্রমশ ফুঁসে ওঠে ভরা বর্ষায়
গোপন ছদ্মবেশ নিয়ে হয়েছি রাক্ষস -
নদীর মত গিলে খাচ্ছে সর্বস্ব গরীবের একেবারে যা নিজস্ব!


              *******