পা টিপে টিপে বেরিয়ে যাচ্ছে ভালোবাসা
হাট করে খোলা আছে ভেতরের গোপন দরজাটা
শীতের মিঠে রোদ্দুরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছো যে!


শীত গ্রীষ্ম বর্ষা কিছুই বোঝে না ভালোবাসা
গোপন দরজা খোলা পেলেই ফুড়ুৎ করে উড়ে যাবে
এক মুহূর্তও পাবে না সময় ধরে রাখার।


ভালোবাসার মায়াজাল ছিঁড়তে আর কতক্ষণ
ওষ্ঠের অঙ্গীকারের বাঁধন পলকা হলে চলবে না
সোহাগ স্পর্শে ভরিয়ে দিতে হবে আজীবন।


পুরনো চিঠির বাক্সে আজও ভালোবাসার গন্ধ লেগে
ধূসর চিঠিগুলোতে হাত বোলালেই জাগে শিহরণ
এতো পুরনো চিঠি তবুও খুললেই সেই মুখটা মনে পড়ে।


ভালোবাসার ঝর্ণা জলে স্নান করে যুবতী নারী
জলপ্রপাতের শব্দে হৃদয় আজও উত্তাল হয়ে ওঠে
যৌবনের মধুর দিনগুলো হাওয়ায় দুলতে দুলতে ক্রমশ মিলিয়ে যায়।


      *******


রচনাকাল – ৩০/১১/২০২০