অলস জীবন কাটছে সবার
নেই কোনো কাজকর্ম
অভুক্ত পেট শোনে না কথা
মানে না তো জাত ধর্ম।


দিশেহারা মন অবাধ্য কেন
নেই কোনো ছলনা
গরীবের উঠোনে উড়ছে ধুলো
কেন কেউ জানে না।


স্বপ্নগুলো পুড়ে ছারখার
বেঁচে থাকাটাই দায়
ঈশ্বরের আশীষ পাবো একদিন
সভ্যতা গিলে খায়।


গরীব চিরকাল থাকবে গরীব
ইতিহাসে আছে লেখা
ধনী গরীবের তফাৎ থাকবেই
অতীত থেকেই শেখা।


ধর্ম নিয়ে রাজনীতি হয়
গরীব শুধুই কাঁদে
সুবিধা বাদী সুবিধা নেয়
গরীবই পড়ে ফাঁদে।


       *****


২৯ মার্চ ২০২৩