একুশ শতকে দাঁড়িয়ে আছে দেশ
ঘুম ভাঙেনি এখনও সভ্য মানুষের
জীবন থেকে মুছে যাচ্ছে রঙিন মুখের মিছিল ।


স্বাধীনতা সুখ যায় কী কিনতে পাওয়া?
বন্ধ্যা জমিতে কৃষক পেতেছে সংসার
হৃদয়টা আজও আকাশ হতে চায়।


ভাঙন ধরেছে কৃষকের অভিমানে
চোখের জল শুকিয়ে হচ্ছে মৃত পাহাড়
মিছিলে হাঁটে সংগ্রামী অসুখী মুখ।


এক টুকরো উঠোনে খেলা করে রোদ্দুর
সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম্য জীবনের গল্প
দুঃখ অভাবেও হাসিটুকু আজও লেগে আছে মুখে।


            ******


২২ আগস্ট ২০২৩