এখনও সন্ধ্যা নামে নি -
তবুও অন্ধকারের গন্ধ পাওয়া যায়
বিষন্ন রোদ্দুর আজ মনমরা
হাট ভাঙা মানুষ ঘরে ফিরছে তাড়াতাড়ি।
জ্যৈষ্ঠের তীব্র গুমোট গরম
হাট জমে উঠেছে -
অসংখ্য ছোট ছোট আটচালা
পশরা সাজিয়ে বসেছে দোকানদার।
ঈশান কোণে মেঘেদের জমায়েত
লন্ডভন্ড হয়ে যাবে কি জীবনের কাব্য
অসময়ে পাখিরা ফিরছে ঘরে -
কারণ বিপদের গন্ধ ওরা আগে পায়।
******
রচনাকাল -
৩১শে মে ২০২৫