হাইকু - ২১
***********

       ১
বদ্ধ জীবন
একমুঠো জীবাণু
ছড়ায় রোগ।

     ২
শিকলে বাঁধা
পরিবহন যান
মুক্তি কোথায়!

     ৩
কাঁদছে ধরা
ভুলেছে সব হাসি
মনেতে খরা।

     ৪
দিন বদল
আসবে জেনো সুখ
আশায় বাঁচি।

    *****


হাইকু - ২২
**********

      ১
কিশোরী মন
বাঁধন হারা হাসি
নব যৌবন।

     ২
বসন্ত দিন
নদী পাগল পারা
খুশির বীণ।

     ৩
চঞ্চল হাসি
কুমারী খোঁজে সুখ
বিনিদ্র রাত।

     ৪
অথৈ সাগর
প্রেমিক ডুবে মরে
পার্থিব সুখ।

     *****