হাইকু – ৮

নীল আকাশ
ছাতি ফাটা রোদ্দুর
তপ্ত বাতাস!

মেঘ বেপাত্তা
ঘামে ভেজা শরীর
দিওনা পাত্তা!

গরমে কাবু
ঘরে ঘরে রোগ
তবুও বাবু!

তৃষ্ণার জল
শুকিয়ে জলাধার
লোভের ফল!

  ***

হাইকু – ৯

মেঘলা দিন
রিমঝিমিয়ে বৃষ্টি
খুশির বীণ!

ডাকছে মেঘ
বিদ্যুৎ চমকায়
আকাশ ভেদ!

গাছের পাতা
ভিজে পাগল পারা
লাগবে ছাতা!

জমির বুক
শুকিয়ে মরুভূমি
বৃষ্টিতে সুখ!

  ***