দহন জ্বালা
আকাশ মেঘে ঢাকা
   যাচ্ছে বেলা!

   যুবক মেঘ
কুমারী উপত্যকা
ভিজুক রোদ!

    নদীর বুক
শুকিয়ে হাঁসফাঁস
নেই তো সুখ!

   নামুক বৃষ্টি  
আশায় বাঁচে চাষা
   নতুন সৃষ্টি!

     ****