(১)

ফাগুন দিন
রঙ লেগেছে মনে
খুশির বীণ।

  (২)

পলাশ ফুল
অহং রাখো খুলে
ভাঙবে ভুল।

   (৩)

কুমারী শাড়ি
শরীর কথা কয়
উজান পাড়ি।

   (৪)

ভৈরবী রঙ
ওষ্ঠে ফাগুন ছোঁয়া
সাজবে সঙ।

  ****