বসন্ত আসতে এখনও অনেক বাকি -
আকাশ জুড়ে ঘন কুয়াশার বিস্তীর্ণ চাদর
পৌষের দুয়ারে পা দিয়ে দাঁড়িয়ে আছে শীত
কিন্তু কোথায় শীত, প্রকৃতির আজ কঠিন অসুখ!


ভোরের আলো ফোটার আগেই কিচিরমিচির করছে পাখির দল
নীল রোদ্দুরে উষ্ণতা নেয় শৈশব -
ইচ্ছে ডানায় ভর করে বালিহাঁস উড়ে যায়।


হলুদ বসন্তের প্রতিক্ষায় প্রকৃতি প্রহর গুনছে
একটু একটু করে সরে যাচ্ছে স্বপ্নের রোদ্দুর
ভোরের শিশিরে স্নান করছে মৌমাছি দল
ভিজে ঘাসের উষ্ণ আলিঙ্গনে আমোদিত হয় রঙিন প্রজাপতি।


সুখের অলিন্দে বাস করে পোয়াতি মায়াবী বিকেল
বিবর্তন হচ্ছে প্রকৃতির অপরূপ শোভা -
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দেয় জোনাকির দল
রাত বাড়ছে, প্রকৃতির রামধনু আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীর উঠোনে।


              ******


১৪ ডিসেম্বর ২০২২