শীতের পাখি জাগেনি এখনও
    কুয়াশা অন্ধ রাত
        ঘুমিয়ে আছে জীব প্রজাতি
             ঠান্ডায় কুপোকাত।


প্রভাত আলো শিশির ভেজা
    হলুদ ধানের ভুবন
        হৃদয় মাতায় উজ্জ্বল দিন
            এখন খুশির লগন।


নলেন গুড়ের মোয়া বরফি
    বাতাসে ছড়ায় সৌরভ
       বাংলার জয় এনে দিয়েছে
           রসগোল্লায় গৌরব।


পরিযায়ী পাখি ঝিলের জলে
     করছে জলকেলি
          শীতের মাঝে করবে তারা
               শীতকে নিয়ে হোলি।


শিশুর দল চিড়িয়াখানায়
     কিংবা জাদুঘরে
          উচ্ছল মন চঞ্চল হল
               শীত এসেছে দ্বারে।।


            ********