চোখের কাজলে স্বপ্ন লেখা থাক -
আগামীর রোদ্দুর খেলা করে হৃদয়ের উঠোনে
স্মৃতির পাতায় অতীত ঘুমিয়ে আছে।


নতুন বছরে জীবনে গান কবিতা হয়ে যায়
সোনালী ধান, নবান্ন উৎসব যেন হৃদয়ের উৎসারিত আলো
অন্ধকারের পথ পিছনে ফেলে এগিয়ে চলেছে মানুষ।


ভাঙা সংসার তবুও হাসতে চায় সব্বাই
শঙ্খচিলের ডানায় সোনালী রোদ্দুর খেলা করে
শিশির ভেজা ভোরে মানুষ গাইছে মুক্তির গান।


বয়স বাড়ছে, রামধনু রঙ ছড়িয়ে পড়ছে মন যমুনায়
হাসি কান্নায় ভরা মানুষের জীবন -
তবুও আশা ভরসা নিয়ে নববর্ষ উদযাপন করছে সব্বাই।


         ******


রচনাকাল -
২৭ ডিসেম্বর ২০২৩