মাথাটা গলিয়ে দিয়েছে হাঁড়িকাঠে –
এখন শুধু সময়ের অপেক্ষা, কখন আসবে কাপালিক
ষোড়শী কিশোরী ব্যাকুল হয়ে কাঁদে
অপরাধ, ছোট জাতের কিশোরকে ভালবেসেছিল।


সমাজ বিধান দিয়েছে – বলি দিতে হবে, নরবলি
এতো বড় সাহস! – চাঁদে হাত দিতে চায়
ভালোবাসা কী জাত ধর্ম মানে?
হাঁড়িকাঠের চোখেও অভিমানী কান্না!


একবিংশ শতাব্দীতে এসেও কেন এতো অবিচার
জানালার গরাদ ধরে দাঁড়িয়ে নির্বাক ষোড়শী
বোবা কান্নায় শরীর কেঁপে ওঠে বারবার –
আকাশের চাঁদ ডুবে যায় ভৈরবী অভিমানে।


সভ্য সমাজের মুখে কে দেবে লাগাম -
কে মুক্ত করবে ঐ ছোট জাতের কিশোরকে
বোবা হাঁড়িকাঠ! নির্বাক ভালোবাসা!
চিরকাল কী এমনি করেই জাতপাতের বেড়াজালে আবদ্ধ থাকবে ভালোবাসা!


      ******


রচনাকাল – ১০/০১/২০২১