হাঁটু ভাঙা 'দ' এর মতো বিকলাঙ্গ জীবন
টুকরো টুকরো হয়ে যায় মহাকাব্যের অগ্রন্থিত কাব্য
ঢেউ খেলানো জীবনও আলোয় হারিয়ে যায়।


ঠোঁটের কোণে হিজল ছায়ার মায়াময় সুগন্ধি
জোয়ার ভাটার টান অনুভব করতে করতে ভোর হয়
চোখের জলে জ্যোৎস্না আলো ঝিকমিক করে জ্বলে।


বসন্তের আকাশে ফাগুনে রঙ খেলা শুরু হয়ে গেছে
দখিনা হাওয়ায় শরীর জুড়ে বসন্ত উৎসব
হৃদয় অলিন্দে উঁকি দেয় ভালোবাসার ঝর্নার শব্দ।


তুমি আসবে বলে নিদ্রাহীন কাটে রাত -
হাঁটু মুড়ে বসে আছে সভ্যতার অলীক কঙ্কাল
ঐতিহাসিক স্থাপত্য ভেঙে তৈরি হয় স্বপ্নের অহংকার।


হাঁটু ভাঙা 'দ' এই জীবন মুক্তি পেতে চায় সব্বাই
মাটির ভালোবাসায় সুখের বেসাতি খুঁজে পেতে মরিয়া মানুষ
জীবনে ভাটার টান থাকলে একদিন না একদিন জোয়ার আসবেই।


              *********


রচনাকাল - ০৭/০৩/২০২১