শিশির ভেজা হেমন্তকাল
দিগন্তে কাশের মেলা
শিউলি ফুল গন্ধে মাতায়
যায় যে মধুর বেলা।


হেমন্তকাল কাব্যে ভরা
বাগিচায় ফুটেছে ফুল
প্রকৃতির শোভা অতি মনোরম
আর কোরো না ভুল।


বাতাসে লেগেছে হিমেল পরশ
হেমন্তে ফলবে ধান
লক্ষ্মী মায়ের কৃপায় সবার
দূর হবে অভিমান।


আকাশ জুড়ে শরতের মেঘ
বিদায় নেওয়ার পালা
ফসলের মাঠ হাওয়ায় দোলে
হৃদয়ে শিউলি মালা।


হেমন্ত ঋতুতে এতো রোশনাই
এতো যে রঙিন আলো
দুঃখের দিন হবে অবসান
সব্বার হোক ভালো।


       ******


রচনাকাল  -
১৭ অক্টোবর ২০২৩