শরীর থেকে কমে যাচ্ছে হিমোগ্লোবিন
রক্ত শুষে নিচ্ছে তৃষ্ণার্ত হাহাকার  -
রক্তের অভাবে চোখ দুটো বেরিয়ে আসছে কোটর থেকে
বুকের পাঁজরে লেখা অন্ধ ইতিহাসের বর্ণনা।


গত জন্মের কান্না লুকিয়ে কী লাভ
হিমোগ্লোবিন শূণ্য মানুষ কতদিন বাঁচবে
শরীর জুড়ে ক্ষত বিক্ষত হয় অশিক্ষার বর্ণমালা
পুড়ে ছাই হৃদয়ের মসনদে রাখা অলীক গুপ্তধন।


কী খেলে হিমোগ্লোবিন হয় ক'জন জানে
ক'জন বোঝে হিমোগ্লোবিনের কাজ কী
বিছানায় শুয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস -
সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে
মানুষ প্রতিনিয়ত লিখে চলেছে আত্ম হননের গল্প।


সূর্যের নরম রোদ্দুরে স্নান করছে অর্ধ উলঙ্গ মানুষ
বাঁচতে গেলে হিমোগ্লোবিনের বড়ো প্রয়োজন
শরীরে রক্ত আসবে কোত্থেকে, শরীর জুড়ে যে দারিদ্র্যের ঘূর্ণাবর্ত!


            ********


২৬ ডিসেম্বর ২০২২