দু'হাত পেতে নিয়েছি সবই
তোমার ভাঁড়ার শূণ্য
জানতে কখনও চাও নি আজও
তবুও কী করেছি পুণ্য!


আঁচল ছায়ায় হয়েছি বড়
দুঃখের আঁচ পাই নি
অভাব অনটন সারাটা জীবন
বুঝতে কখনও দাও নি।


সব জননী কী এমনি হয়
তোমায় করেছি প্রশ্ন
অপলক হাসিতে বললে আমাকে
সবই জানেন কৃষ্ণ।


মাটিতে নেমেছে জননী চাঁদ
পায় নি কেউই টের
সন্তান শরীরে ছড়ালে আলো
ওরাই দেশের শের।


দেশকে স্বাধীন করলো ওরা
রক্তে ভেসেছে মাটি
তোমার গর্ভে হীরের ফসল
জননী অর্থটাই খাটি।


       ******


৫ এপ্রিল ২০২৩