হকার জীবন শুকিয়ে গেল
সবই এখন বন্ধ
ট্রেনের চাকায় আছে তালা
জীবন যেন অন্ধ।


লক্ষ কোটি বেকার যুবক
হকার ছিল যারা
দুমুঠো অন্ন জোটানোই দায়
তাকালোনা কেউ ওরা!


ভয়ে ভয়ে কাটছে জীবন
কবে আসবে সুদিন
লড়াই করতে পায়না ভয়
কষ্টের দিনও বিলীন।


গরীব মানুষ হকার জীবন
অভাব সারি সারি
চোখের জল ফেলছে সবাই
দুঃখের বোঝা ভারী।


নতুন প্রভাত বলছে ডেকে
হবে কান্নার অবসান
সোনার হাসি হাসবে আবার
নেই কোনো পরিসান।


    ****


রচনাকাল - ১৯/০৭/২০২০