অসুস্থ জীবন আলোর খোঁজে দিশেহারা
সর্বনাশা রোগ বাসা বেঁধেছে সারা শরীরের
চলমান জাহাজের স্রোতের গতিতে চলতে পারে না
অবলা জন্তুর মত বোবা কান্নায় ছটফট করে।


গভীর আঁধার বাসা বাঁধছে শরীরের অলিতে গলিতে
যেন যৌবন ছুঁয়ে দাঁড়িয়ে আছে হরপ্পা সভ্যতা
বুকের পাঁজরে আকাশ ভেঙে নামছে মেঘ ভর্তি জল
ভাসিয়ে নিয়েই সবার সব আয়োজন যেন পূর্ণ।


তুমুল বৃষ্টি আর বজ্রপাতে ডুবিয়ে দিচ্ছে শরীর
সমস্ত রোগের কক্ষপথ ঘুরে ঘুরে ঢুকছে জল
অসুস্থ মানুষও বাঁচবার জন্যে দৌড়চ্ছে -
জলের তোড়ে রোগ জীবাণু ভেসে গিয়ে মিশছে সাগরে।


রোগ মুক্ত মানুষ মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে
জল নামছে ঘরবাড়ি জাগছে প্রাকৃতিক নিয়মে
শুধু হারিয়ে গেছে বেঁচে থাকবার শেষ অবলম্বন
ক্ষয়ে যাওয়া মানুষ ডুবুরীর মত বেঁচে থাকে আজীবন।


        *********