ব্যস্ত জীবন হচ্ছে ক্ষয় হৃদয়ে ধরেছে ঘুণ
দেনা পাওনা হিসাব শুধুই শোধ হবে কী ঋণ!


মুখোশ আঁটা সভ্য সমাজ কেড়ে নেয় অধিকার
গলার উপর পা তুলে বলে জমির সেই দাবিদার!


নিশীথ রাত্রি উল্লাসে হাসে গরীবের সুখ নষ্ট
লুটেপুটে নেয় অল্প সুখও এতেই বাড়ে কষ্ট!


আগুন বাতাসে পুড়ছে হৃদয় তবুও পাচ্ছে কান্না
সব ফুলেতেই হয়না পুজো দেবতাও চায় হীরে পান্না!


হৃদয়ের ক্ষত পড়েনা চোখে শরীরে হচ্ছে ক্ষয়
সুখের সময় আসবে কবে নাকি শুধুই পরাজয়!


          ******