সারা শরীরে নিয়েছো গরল
দেবতা নীরবে হাসে
বুকের পাঁজরে মরা ইতিহাস
নিদারুণ কাশি কাশে।


উপন্যাসের পরতে পরতে
আছে উত্থান পতন
সারাটা জীবন পুড়ছে মানুষ
কে নেবে তাদের যতন!


চন্দন কাঠ সুগন্ধ হারিয়ে
যেন মরা ঝাউ কাঠ
গরল শরীরে বুঝবে কেমনে
সামনে আঁধার মাঠ।


হৃদয়ের ভাষা বোঝে না কেউ
ঋণের বোঝায় শেষ
জীবন যেন গঙ্গা ভাঙন
চিরকাল রইবে রেষ।


গরল শরীর শুকিয়ে কাঠ
নীরবে ঝরে রক্ত
বসন্ত দিন আসবে ভেবেই
হৃদয় করেছি শক্ত।


      *******


০৫|১১|২০২২