শিশিরের পথ এখনও ভিজে
মানুষের পায় তেষ্টা
বাঁচার পথটা ভীষণ কঠিন
মানুষই করবে চেষ্টা।


হৃদয়ের ঋণ আজও বাকী
নতজানু হয় শির
বোবা কান্নায় নিথর পৃথিবী
পাবে না ভোজনে ক্ষীর।


ঠিকানা হারিয়ে আঁধার জীবন
কোথায় আলোর দিশা
হৃদয়ের ভাষা অলিখিত থাক
কাটে না অমানিশা।


পাথরে খোদাই কপাল লিখন
নিঝুম নিশুতু রাত
আজও মানুষ সারাদিন খাটে
জোটে না তবুও ভাত।


ভোরের আলোয় আজানের গান
মন্দিরে ঘন্টা বাজে
হিন্দু মুসলিম খ্রিষ্টান শিখ
সারাদিন থাকে কাজে।


       *****


রচনাকাল -
২৯ নভেম্বর ২০২৩