জ্বলছে চিতা সারি সারি
কোথায় নিজের স্বজন
শেষ দেখাটা হল না আজও
চিতায় লিখছে মরণ!


লম্বা লাইন শ্মশান ঘাটে
মরেও শান্তি নেই
ঘুমিয়ে আছে চিতার পরে
আগুন ডাকছে ওই!


মৃত্যু মিছিল চলছে দেখো
অক্সিজেনের ভাঁড়ার শুণ্য
দেশের মানুষ মরছে রোগে
কেউ কী করে নি পুণ্য?


ঈশ্বর তুমি কোথায় প্রভু
দেখাও তোমার খেলা
মানুষকে তুমি রক্ষা করো
নষ্ট সুখের মেলা।


ঝড়ের কবলে গোটা পৃথিবী
খুঁজছে মুক্তির পথ
বোবা কান্নায় হৃদয় পাষাণ
কোথায় সোনার রথ!


      ******


রচনাকাল - ২৮॥০৪॥২০২১