শীতের চাদর লেপ কম্বল
ঘুমিয়ে শীতের সাপ
হৃদয় নদী কাব্য লেখে
আমায় করো মাফ!


রোজ দু’বেলা কীসের মায়ায়
জীবন বাজির খেলা
চিতার আগুন জ্বলছে দ্বিগুণ
পেটে খিদের জ্বালা!


ভোরের আলো ছড়ায় কিরণ
উপোষ সারাটা দিন
খেলা দেখিয়ে উপায় করি
শুধবো কবে ঋণ!


গোধূলি আলোয় ঘরে ফেরা
দু’চোখ ভরা জল
টাকা পয়সা পেলাম কত
মিলছেনা  তার ফল!


জীবন তরী এমনি করে
চলবে ক’দিন ভেসে
দুমুঠো ভাত লড়াই করে
পাই যদি অক্লেশে!


   ****