কিছু কথায় নীরব ব্যথা
কিছু কথা গোপন
কিছু হাসি বাঁধন হারা
দুঃখ হৃদয়ে রোপণ!


বুকের ভেতর কান্না পাহাড়
বুকের ব্যথা ভারী
অবুঝ হৃদয় দুঃখ মাপে
কোথায় লজ্জা শাড়ি!


দখিণা হাওয়ার পরশ পেয়ে
উবে গেছে কান্না
গোপন ব্যথা কমছে বোধহয়
হাসিটাও হীরে পান্না!


শিমুল পলাশে রঙ লেগেছে
হৃদয়ে নীরব কথা
চোখের কাজলে বসন্ত রাগ
ভুলবে সকল ব্যথা!


দুঃখ ব্যথা সবই আছে
এরই নাম জীবন
গোপন ব্যথায় হাসির প্রলেপ
হবেই একদিন মরণ!


   ****