মনের গভীরে জীবনের রঙ ক্রমশ বদল হয়
হৃদয়ের নোঙরে বাঁধা নৌকাগুলো কখন খুলে চলে গেছে
যখন চেতনা হল তখন দেখি বন্দর খাঁ খাঁ করছে!


যতদূর দৃষ্টি যায় শুধুই জল আর জল ...
জলের গভীরতা মাপতে গিয়ে কেবল ডুবেই মরলাম
বন্দরে দাঁড়িয়ে অগণিত মানুষ ফিরেও তাকাল না!


নির্জন আকাশ জুড়ে মেঘের চিহ্নমাত্র নেই
হৃদয়ের বন্দরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে মরা ভালোবাসা
চোখের নীচের কালি অবিরত হামাগুড়ি দেয় মন জানালায়!


মধ্য রাতের আকাশ জুড়ে লক্ষ তারা মিটিমিটি হাসে
জীবন বদলে যায় সভ্যতার নীরব গতির সাথে ...
সাগর সঙ্গমে এসে মিশে যায় ভালোবাসার ফল্গু নদী!


রূপ রস স্পর্শ গন্ধ সবই আছে হৃদয়ের অন্দরে -
মন জোছনায় আলোর জ্যোতি কখনো কখনো হঠাৎ এসে পড়ে
প্রতিটি হৃদয় বন্দরে এতো উৎসারিত আলোর জ্যোতি আছে কে জানতো!


        ********