একটু একটু করে ঝলসে যাচ্ছে সর্বনাশীর শরীর
একি রূপ, গনগনে আগুনের মতো যৌবন
পুড়ে ছারখার হয় পুরুষের চোখ, শরীর, মন -


দুমুঠো জোটে না ভাত
তবুও শরীর জুড়ে ভরা বসন্ত
গরীবের ঘরে এতো রূপের রোশনাই ভালো নয়
কু-নজর, শরীরটাকে তো আর লুকিয়ে রাখা যায় না।


রামধনু রঙ সারা শরীর জুড়ে -
হৃদয়ের বর্ণমালায় ভালোবাসার সৌরভ
জলপ্রপাতের তুমুল শব্দে ঘুম ভাঙছে এক কিশোরীর
হায়নার দল ওত পেতে বসে আছে।


সে জানে কিভাবে নিজেকে বাঁচাতে হয়
শক্ত মাটির গন্ধ আছে গায়ে -
নারীকে অপমান নয়, নারীত্বের সম্মান দাও পুরুষ
নইলে পুড়ে ছারখার হবে পুরুষত্বের সম্মান।


                *******


১৬ মে ২০২৩