একটা একটা করে অনেক বসন্ত পেরিয়ে গেল
মরা গাছেও ফুল এসেছে কতবার
আকাশ জুড়ে রামধনু রঙ ছড়িয়ে পড়েছে দিকে দিকে
তবুও হৃদয়ের উঠোনে আজও ফুল ফোটে নি।


পদ্মা গঙ্গা সরস্বতী দিয়ে বয়ে গেছে কতো জল
ভেবেছিলাম ভালোবাসার ডিঙিতে ভেসে চলবো অনন্তকাল
ঢেউয়ের ছন্দে ছন্দে জীবন কাটিয়ে দেবো
শীতের রোদ্দুরের মৌতাত নিতে নিতে কেটে যাবে আগমী বসন্ত দিন
কিন্তু জীবনের মায়াবী ভোর ঢেকে গেছে ঘন কুয়াশার চাদরে...


সারস পাখির ঠোঁটে ভালোবাসার অঙ্গীকার
মরা ঝিনুকের বুকের পাঁজরে লুকিয়ে আছে বেদনার বালুচর
চোখের কাজলে ভালোবাসার চিতাভস্ম -
দখিনা হাওয়ার ছোঁয়ায় বদলে যাবে কী বসন্তের রঙ!


অনাগত অতিথির মতো রেখে যাবো কিছু স্মৃতির বসতি
সোহাগের বর্ণমালা পুড়ে যায় এক লহমায় ভালোবাসায় রোদ্দুরে
একটু একটু করে পুব আকাশে ভোর হয় সমস্ত অন্ধকার মুছে দিয়ে।


            ********


২৬ ডিসেম্বর ২০২২