হৃদয়ের ছায়াপথ ধরে হেঁটে যায় ভালোবাসা
অচিন সুখের রংমশাল জ্বলে হৃদয়ের উপনদীতে
নারী শরীর সোহাগের রঙ মেখে লাজুক হাসি হাসে।


ভালোবাসার উপকূলে দাঁড়িয়ে আছে অনাগত নাবিক
তার ধন দৌলত কিচ্ছু নেই  -
আছে শুধু একবুক সুগন্ধি ভালোবাসা।


এক কুমারী নারী স্বপ্ন লেখে জীবনের পাতায়
ঝরে যাওয়া বসন্তের পাতার মতো নীরবে
ঋতু বদলে যায় প্রেমের কাব্যের ছোঁয়ায় ...


বসন্ত আসে, বসন্ত চলেও যায়
বলা হয় না কখনোই হৃদয়ের উঠোনে রাশি রাশি শিমুল পলাশের আয়োজন
শরীর জুড়ে যৌবনের বাসর -
সে জানেই না কখন তার শরীরটা খরোস্রোতা নদী হয়ে গেছে।


        *******


২৩ মার্চ ২০২৩