বৃষ্টি নেমেছে শহর জুড়ে
বৃষ্টি নেমেছে গ্রামে
ভুখা জমি ভুখা কৃষক
ফসলের পাবে দামে?


হৃদয়ের মাটি ভিজছে এবার
ফড়িং শিশুরা হাসে
বৃষ্টির জলে ছুটছে মাছ
পুকুর নদী ভাসে।


দাপিয়ে বেড়ায় মেঘ বালিকা
ঝরঝর ঝরে বৃষ্টি
ভাদ্র মাসে ভিজছে কৃষক
ফসল হবে সৃষ্টি।


ঈগল পাখির ভেজা ডানায়
কৃষক লেখে গান
হৃদয় উঠোনে নাচছে ময়ূর
এ যে প্রকৃতির মহা দান।


হৃদয়ের মাটি থাকুক ভিজে
সেখানে উঠবে চাঁদ
জোছনা আলো জড়াবো বুকে
নেই কোথাও খাদ।


       *****


২৫ আগস্ট ২০২৩