ঘুরছে পাখা
পৌষে শীত উধাও
শরীরে ঘাম।


বাদুড় ঝোলা
ট্রেনে কিংবা বাসে
পৌষের বেলা।


নলেন গুড়
পিঠেপুলি পায়েস
ভেজাল মোয়া।


খেজুর গাছ
শুকিয়ে গেছে বুক
কোথায় রস?


প্রকৃতি চুপ
বড় দুঃসময়
মানুষ জব্দ!


  ****