ফাঁদটা পাতাই ছিল
ধূর্তরা সে ফাঁদে পা দেবেই
বোকারা তো বোকাই, ফাঁদ কী জানে না।


মানুষের হৃদয়ের বেঞ্চে বসে আছে ঈশ্বর
সবই  দেখতে পায়, সবই -
ভোর ফুঁড়ে বেরিয়ে আসছে রোদ্দুর।


চতুর কিংবা বোকা সব্বাই উলঙ্গ
বোকারা বোকার মত হাসছে
ঘুম ছুটে যাচ্ছে ধূর্তদের!


ঈশ্বরের ফাঁদ থেকে মুক্তি নেই কারুর  -
উলঙ্গ এসেছো উলঙ্গ যেতেই হবে
নিয়ে কিছুই যেতে পারবে না।


চিতার আগুনে পুড়ে ছারখার ভবিষ্যৎ
গিলে খাচ্ছে আগুন সব্বাইকে -
মাটির বুক থেকে উঠে আসছে পোড়া মানুষের গন্ধ।


             *******


রচনাকাল  - ১৬|০৪|২০২২