ধনী গরীব নেই ভেদাভেদ
এসেছে খুশির ঈদ
হাসি দেখি সবাই মুখে
হৃদয়ে কাটছে সিঁদ্।


একটি মাস রোজার পরে
চাঁদ উঠেছে ঐ
নামাজ শেষে ইফতার করে
বন্ধু তোমরা কই!


অন্ধ আতুর দুঃখী যারা
তাদের করো দান
আল্লাহ্ তোমায় করবে দয়া
রেখো বংশের মান।


দুঃসময়টা পেরিয়ে মানুষ
একটু বাঁচতে চায়
আল্লাহকে পাবে সদাই পাশে
দুঃখীর মেটাও দায়।


আল্লাহকে ডাকো নিষ্ঠা ভরে
পাবে তাঁরই দেখা
মহা মিলনেই দেখবে তাঁকে
মানুষের থেকে শেখা।


       ******


রচনাকাল  - ০৩|০৫|২০২২ ( ঈদের দিন)