পাখির ঠোঁটে এখনও লেগে আছে ক্লান্ত বিকেলের মেঠো রোদ্দুর
শীতের মরমী রোদ্দুর মারিয়ে যায় সাদা বকের ঝাঁক
সরষে ক্ষেতের মাঠ জুড়ে হলুদ ফুলের শোভা –
সূর্য ক্রমশ ঢলে পড়ছে পশ্চিম দিগন্তে
রাতের আঁধার গিলে খায় ঈশ্বর
কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম
চতুর্দিকে বেজে উঠছে
শঙ্খের আওয়াজ
ঈশ্বর ঘুমাবে
মানুষও!!


****


রচনাকাল  - ২৩/০১/২০২১