অন্ধকারে দাঁড়িয়ে আছে নারী
উলঙ্গ একাকী নিঃসহায় -
আঁধার গলিতে থমকে আছে রাত
শরীরটাকে চেনা যায় না।


হা হা হা করে মাঝে মাঝে হেসে উঠছে
সে কখনও কাঁদে না  -
তার কান্নার অধ্যায়টা শেষ হয়ে গেছে।


সব্বাই তাকে চেনে পাগলী বলে
পাগলীটা এবার মা হবে
অনাগত সন্তানের বংশ পরিচয় নেই ...


তবুও পাগলীরা মা হয়
জীবনের বন্দরে দাঁড়িয়ে আছে অচেনা অনাগত পুরুষ
রাতের অন্ধকারে রক্ত ক্ষরণ হয় মলিন ক্যানভাসে।


একবিংশ শতাব্দী, পুরুষ তবুও করবে অহংকার!
রামধনুর ফিকে রঙ পাগলীর সারা খেলা করে
জারজ আসছে এই পৃথিবীর বুকে  -
ধূসর অন্ধকারে লুকিয়ে আছে জারজ সন্তানের বংশ পরিচয়।


            *******


২৮ এপ্রিল ২০২৩