বৃষ্টি সুধা করেছি পান
জীবন হল ধন্য
দীর্ঘ প্রতীক্ষার হল অবসান
মানুষ অতি নগণ্য!


গভীর রাতে নামল বৃষ্টি
শীতল হল ধরা
এমন ভাবে চললে ক’দিন
আসতো দেশে খরা!


লক্ষ ফাটল জমির বুকে
শুকিয়ে জমির বুক
বৃষ্টি পেয়ে ছন্দে সবাই
পেল নতুন সুখ!


রুদ্র প্রকৃতি ভিজছে এখন
কৃষক মোছে কান্না
জমির বুকে ফসল বুনে
করবে দু’মুঠো রান্না!


ঘাসের বুকে বৃষ্টি ফোঁটায়
জাগছে মরা ঘাস
জনম জনম প্রকৃতির কাছে
মানুষ থাকবে ক্রীতদাস!


বিজ্ঞান যত উন্নত হোক
প্রকৃতির কাছে শূন্য
এক লহমায় সবকিছু শেষ
যতই করো পুণ্য!


  ****