জেলবন্দি মানুষ অতীতের পাণ্ডুলিপি খুঁজছে
একটু একটু করে সরে যাচ্ছে সোনালী স্বপ্নের মায়াবী রোদ
চিলেকোঠার জানালা থেকে ভেসে আসে আজও নারীদের কান্নার শব্দ।


অসহায় নারীর চোখে লেখা হয় স্বপ্ন ভঙ্গের কাব্য
হিমেল বাতাসে উড়ে বেড়ায় মরা মানুষের দীর্ঘশ্বাস
শরীরের ছায়া ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।


জেলবন্দি মানুষ আর ফিরবে কী  কোনোদিন  -
কাঁটাতার ভেঙে চুরমার হয়ে গেছে
দুঃসময় হাঁটু মুড়ে বসে আছে অতীতকে আগলে।


নারীদের চোখের জলে লেখা হয় মহাকাব্যের অন্ধকার অধ্যায়
স্বাধীন দেশ, তবুও হৃদয়ের গভীরে যে ক্ষত তা শুকোয় নি আজও
নতজানু হয়ে প্রণাম করছে নারীরা স্বামী সন্তানদের মঙ্গল কামনায়।


            *******


২১ ডিসেম্বর  ২০২২