জামাই বাবু এলো ঘর
সব্বাই আহ্লাদে আটখানা
মেয়ে জামাইকে হেসে বলে
আজ হিসেবে মানা।


ফল মূলাদি মন্ড মিঠাই
কিংবা খাসির মাংস
জামাইষষ্ঠীর দিনে সবাই
খেয়ে করবে ধ্বংস।


নতুন শাড়ি শাশুড়ি মায়ের
জামাইয়ের হাসি মুখ
চন্দন ফোঁটা কপালে দিলেই
মেলে খুশিতে সুখ।


জ্যেষ্ঠ মাসের তপ্ত দহন
সুমিষ্ট নানান ফল
জামাই খাবে চেটে পুটে
খাবে ঠান্ডা জল।

জামাইষষ্ঠী আসবে যাবে
হবে উৎসব ভোজ
খুশির আবেশে কাটবে সময়
উৎসব হোক রোজ।


      ******


২৫ মে ২০২৩
জামাইষষ্ঠীর দিন
( বাংলা ১০ই জ্যেষ্ঠ ১৪৩০ )