জটিল জীবন ভেঙে হচ্ছে তছনছ
বন্যার স্রোতের মত মুছে যাচ্ছে সবকিছু
ক্রমাগত জীবনের মানে খুঁজতে খুঁজতে
জটিল মানুষও কেমন বোকা হয়ে যায়!


বুকের শীতল কারাগারে লুকিয়ে লোভ
সংকীর্ণতার দ্বার করো উন্মুক্ত ...
একটু দম নিয়ে বাঁচুক অসহায় মানুষ
প্রতি মুহূর্তে গলা চেপে ধরছে ক্রোধ!


অদৃশ্য পাথরের ফাঁকে গজিয়ে ওঠে লতাগুল্ম
বাঁচার তাগিদে পাথরের বুকে জীবনের স্পর্শ
মানুষের বিবেকে ঝুলছে চিত্রগুপ্তের তালা –
তালা ভেঙে বেরনোর পথ অজানা সকল মানুষের!


জটিল জীবনে আশার আলো বলতে – লোভ ত্যাগ করো
ভোরের উদীয়মান সূর্যের মত লাগছে নিজেকে
পবিত্র হৃদয় ছুঁয়ে থাকে নতুন ভোর ...
ক্রোধ হিংসা লোভ মানুষের পতন নিশ্চিত করে!


          ******