রুদ্র দানবের মতো ঝাঁপিয়ে পড়ল তটভূমিতে 'ইয়াস'
ঝড়ে ভেঙে গেছে মাটির বাড়ি, ল্যাম্প পোস্ট -
প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।


বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে...
ফসলের জমিতে লোনা জল ঢুকে সব ফসলই নষ্ট
সমস্ত নদী এলাকার বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়।


ফুঁসছে বাংলার সব নদীগুলো, দিশেহারা মানুষ -
ঘর বন্দী জীবন কেমন যেন ভেসে যায় জলের স্রোতে
ভরা কোটালের সাথে যোগ হয়েছে 'ইয়াস' ঝড়ের খেলা।


প্রকৃতির ভয়াল রূপ দেখে হতবাক গোটা দেশ
জ্যোৎস্নার রঙ ধুয়ে গেছে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবে
মাথা গোঁজবার ঠাঁইগুলো এখন জলের তলায়।


কবে ফিরবে ঘরে, কবে নামবে জল কেউ জানে না  
ভাসছে জীবন জলের উপর - ঠিকানা খোলা আকাশ
পুর্নিমা চাঁদ উঠোনে ডুবে খুঁজে দেখো ঠিক আছে জেগে।


               ********


রচনাকাল  -  ২৬/০৫/২০২১