কবিতা  -  ঝরা পাতা
***************


ঝরা পাতার শব্দ কখনো শুনেছো কী
কেমন নিঃশেব্দ ঝরে পড়ে অপরূপ ছন্দে
অথচ সেই ঝরা পাতার বুকের পাঁজর মাড়িয়ে যাও
দেখবে কেমন মচ্ মচ্ শব্দ উঠছে ...


ঘোড়ার ক্ষুরের শব্দ ভেসে আসছে প্রান্তর থেকে
শুকনো ঝরা পাতাগুলো গুঁড়িয়ে যায় নিমেষে
লাজুক বিকেলের মিষ্টি রোদ্দুর এখন আর নেই
তপ্ত হাওয়ায় উড়ছে ধূলো ঝড় ...


গাছের শাখায় শাখায় নব মঞ্জুরীতে ভরে উঠেছে
ঝাঁক ঝাঁক প্রজাপতি উড়ে বেড়ায় সবুজ বনানীতে
মেঘহীন আকাশ জুড়ে রোদ্দুরের তীব্র আস্ফালন
সময়ের সাথে সাথে পাতা ঝরা থেমে যায় প্রাকৃতিক নিয়মে।


চলমান জীবনে শুন্যতার কথা ভুলে যায় মানুষ
নতুন প্রভাত হাতছানি দিয়ে ডাকে  -
পাতা ঝরার শব্দ ক্রমশ বিলীন হয়ে যায়
নতুনের আহ্বানে নতুনকে সাথে নিয়ে বাঁচতে চায় সব্বাই।


                 ***********
রচনাকাল  -  ১২|০৪|২০২০


**********************
      কবিতা  - সারস পাখির কান্না
**********************


মোহনায় এসে থমকে গেছে সুখ -
পরিযায়ী পাখিরা এক বুক ভালোবাসা রেখে গেছে
প্রতি শীতে আসে আবার গরম পড়তে না পড়তেই ফিরে যায়।


দলছুট মন নীরব অভিমানে বসে থাকে নিরালায়।
কালবৈশাখী তাণ্ডবে ভেঙে গেছে সারস পাখির বাসা
তার চোখে এখনও ছুঁয়ে আছে মরা বসন্তের রোদ্দুর।


ছোট্ট বাচ্চা অসহায় ডাকে মা... মা... মা...
দিশেহারা সারস পাখি কেমন করে বাঁচবে বাচ্চাদের
মানুষের জীবনেও ভেঙে যায় ঘর ...
বোবা কান্না শুকিয়ে যায় হৃদয়ের অন্ধকারে।


মরা বাঁচা সেতো ঈশ্বরের হাতে -
সে মানুষ হোক কিংবা যে কোনো জীব
ভাঙা ঘরে বেঁচে থাকাটাই এক অসম লড়াই।


পুবের আকাশে নতুন ভোরের মিষ্টি রোদ্দুর
ঝড় থেমে গেছে, রেখে গেছে প্রকৃতির বিপন্নতা
সারস পাখির কান্না মানুষের থেকে কোনো অংশে কম নয়।


                 **********
রচনাকাল  -  ১৬|০৪|২০২০


********************
       কবিতা   -  তামাশা
********************


বৈশাখ শেষ হয়ে গেছে  -
কোনো মেলা নেই, কোনো উৎসবও নেই
মানুষ আকাশ দেখে জানালা দিয়ে
পাখির ডানার শব্দ শোনে হৃদয় দিয়ে।


বৈশাখ মাসটাই হল উৎসবের মাস
আতসবাজি, রঙমশাল জ্বলে না কিছুই
রাত্তির হলেই খাঁ খাঁ করে শহর গ্রাম সর্বত্র।


চিল শকুন উড়ছে আকাশের বুকে
ওরা সব্বাই তামাশা দেখছে -
মানুষ ভয়ে সেঁধিয়ে আছে ঘরের কোণে
তামাশা দেখার এই তো সময়!


মরীচিকাময় জীবনে পড়ন্ত বিকেল
জীবনের মানে খুঁজছে পরাজিত মানুষ
বুকের পাঁজরে উঠেছে বৈশাখী ঝড়
এবার রুখে দাঁড়াতেই হবে ...


             ********
রচনাকাল  -  ০৫|০৫|২০২০