পিচ্ছিল পথ আঁধারের রাত
জোনাকি আলোতে চলা
বৃষ্টির রাত ঝিঁঝিঁ পোকাদের
একসাথে কথা বলা।
হঠাৎ ঝড় হঠাৎ বৃষ্টি
বিকেল অন্ধকার
নিরুপায় লোক করে ছোটাছুটি
প্রকৃতি কী দিলদার!
ঠিকানা খোঁজে অলীক স্বপন
বেঁচে থাকাটাই দায়
থমকে দাঁড়িয়ে সুখের জীবন
অভাবটা গিলে খায়।
একটু একটু হাসতে জানে
ঝড়ের সাথে ঘর
ভিজবে মাটি ভিজবে মানুষ
আসবে আসুক ঝড়।
রাত পোহালেই ভোরের আলো
নতুন সূর্যোদয়
ঝড় সামলে বাঁচবে মানুষ
গরীবের হয় ক্ষয়।
****
রচনাকাল -
২১শে মে ২০২৫