শ্রাবণ মেঘেও নেই বৃষ্টি
শুকিয়ে কৃষক মুখ
মাঠে এখনও চরছে গরু
অধরা থাকবে সুখ!


বৃষ্টি রানী পথ হারিয়ে
কোথায় নিরুদেশ
শ্রাবণ মাসে চাষ না হলে
ভুখায় মানুষ শেষ।


প্রকৃতি এখন ভীষণ বিরূপ
যেন চৈত্র মাস
তীব্র গরমে ঘামছে মানুষ
শুকিয়ে মাঠের ঘাস।


আষাঢ় শ্রাবণ বর্ষা কাল
হয় না মনে আর
আকাশ পানে চেয়ে চেয়ে
জীবন অন্ধকার।


দুমুঠো ভাতের জন্যে মানুষ
খাটে সারাটা দিন
সময়ে বৃষ্টির দেখা না পেলে
বাড়বে শুধুই ঋণ।


       ******


রচনাকাল  - ২৯|০৭|২০২২