জলের উপর শহর জীবন
ডুবছে পুকুর নদী
গ্রামের মানুষ কাটছে সাঁতার
ভাসছে তোষক গদি।


নদীর ধারে বসত বাড়ি
ভেসেছে সুখের চর
ভরা কোটালে বাড়ছে বিপদ
ভাঙছে দুখের ঘর।


ফুঁসছে নদী ফুঁসছে আকাশ
জীবন মেঘে ঢাকা
ঝোড়ো হাওয়া তুফান বৃষ্টি
সুখের পথটা বাঁকা।


চোখের জলই হবে পাথর
মাথায় বাড়ছে ঋণ
আসছে পূজা শুকনো হাসি
বাঁচার আশাও ক্ষীণ।


শরৎ আকাশে এমন বৃষ্টি
সবার মুখটি ভার
হাসুক সবাই কান্না মুছে
বিধাতা খুলুক দ্বার।


   ****


রচনাকাল – ২০/০৯/২০২১