জ্বলছে মানুষ পুড়ছে মানুষ
পুড়ছে প্রকৃতির বুক
বোশেখ দহন নিদাঘ দুপুর
কোথাও নেই সুখ।


অন্ধ জীবন মাটির ধুলোয়
আজও আছে শুয়ে
বুকের পাঁজরে ইতিহাস লেখা
মেরুদণ্ড যাবেই নুয়ে।


খোলা আকাশ চড়া রোদ্দুর
জীবন শুকিয়ে কাঠ
পুরানো স্মৃতি বড্ড কাঁদায়
সামনে ধূ ধূ মাঠ।


বর্ষা মেঘের নেই তো খবর
মাথায় সবার হাত
ফসলি জমি যাচ্ছে পুড়ে
দুঃসহ কাটে রাত।


মন্দিরে বাজে কাঁসর ঘন্টা
মসজিদে দেয় আজান
সব মানুষেরই আছে কষ্টে
জীবনের বাজনা বাজান।
        ******


১৩ এপ্রিল ২০২৩