জ্বলে পুড়ে যায় জীবনের হ্রদ
শুকিয়ে গিয়েছে মাটি
জলের সমুদ্র কোথায় আছে
সুখ কী সোনার বাটি!


গাজন গান চড়ক পূজা
সবই হল শেষ
নতুন বছরে নেবো শপথ
ভুলবো অতীত দ্বেষ।


নতুন বছর স্বাগত জানায়
বৈশাখ মেলার মাস
কষ্টে পাথর মানুষ গুলোর
পড়ে না গলায় ফাঁস!


জলতরঙ্গ হৃদয় মাঝে
সদাই যেন বাজে
কাঁসর ঘন্টা মঙ্গল ঘট
সাজবে নতুন সাজে।


বৈশাখ জুড়ে মেলা বসে
গ্রাম বাংলার বুকে
কাঁচের চুড়ি খেলনা পুতুল
সব্বাই থাকে সুখে।


মেলায় বসে নাগরদোলা
খাবার নানান রকম
কচি বুড়ো হাসি মুখে
করছে বকম বকম।


       *****


পয়লা বৈশাখ ১৪৩০
(১৫ এপ্রিল ২০২৩)